বাংলাদেশ টাইমঃ রাজধানীর মধ্যবাড্ডায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, সোমবার সকাল ১০টার দিকে মধ্যবাড্ডার পাঁচতলা বাজার এলাকায় একটি টিনশেড ঘরে এ বিস্ফোরণ ঘটে।
নিহত আলী হোসেন বাবুলের (২৫) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
আহত আক্তার হোসেন (২৪), বোরহান (২৪), বিল্লাল (২৫), মানিক (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বাড্ডার ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাজারের ওই টিনশেড দোকানে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা পাঁচজন গুরুতর আহত হন। এর মধ্যে একজনের পা ঘরে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের নায়েক মাসুদুর রহমান জানান।
এই ধরনের আরও পোস্ট -