বাংলাদেশ টাইমঃ হরতাল ও অবরোধকে আন্দোলনের অকার্যকর হতিয়ার বলে মন্তব্য করেছেন সড়ক, পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে বিএনপিকে সতর্ক করে বলেছেন, ‘অকার্যকর হাতিয়ারের অতি প্রয়োগ, বিএনপিকে রাজনীতিতে অকার্যকর দলে পরিণত করবে।’
শনিবার সাভারে নির্মানানাধীন বিরুলিয়া ব্রিজের শেষ মুহূর্তের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও হরতালের গত ৫৪ দিনেই প্রমাণ করে যে এই হরতাল ও অবরোধ আন্দোলনের অকার্যকর হতিয়ার। সরকার পতন হবে নির্বাচনের মাধ্যমে। এছাড়া সরকার পতন হয় সরকার যদি জনগণের ইচ্ছের বিরুদ্ধে চলে এবং সারা দেশে গণবিস্ফোরণ ও গণঅভুত্থান হয়। কিন্তু বিএনপি’র আন্দোলনে জন বিস্ফোরণ ও গণঅভুত্থান দেখা যায়নি ।’
এই ধরনের আরও পোস্ট -